হায়রে আজব। মানুষ

                  হায়রে আজব। মানুষ

নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে ৷ টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে....
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়েনা। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না আর বাকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননি তো, অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়।ফজরের আজান শুনে ঘুম ভেঙে নামাজে যায়, আর এখন রাত ভর জেগে থেকে আজান শুনে ঘুমায়।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা!!
মানুষ বড়ই আজব......😭
আমরা মানুষ অনেক  আজব
Post Bay Md Rokeb hossain
Mobile 01843044402

Post a Comment

0 Comments